(ক) যুদ্ধাহত, মৃত যুদ্ধাহত, শহিদ, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধাদের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সনদপত্রের অনুলিপি আপলোড করতে হবে (যার যেটি আছে);
(খ) যুদ্ধাহত, মৃত যুদ্ধাহতদের ক্ষেত্রে যুদ্ধে আহত হওয়ার পর চিকিৎসাধীন হাসপাতালের কাগজপত্র (যদি থাকে) আপলোড করতে হবে;
(গ) বিভিন্ন সেক্টরের অধিন সামরিক বাহিনীর অফিসারের স্বহস্তে প্রদত্ত সনদপত্র (যদি থাকে) আপলোড করতে হবে;
(ঘ) যুদ্ধাহত, মৃত যুদ্ধাহত, শহিদ, খেতাবপ্রাপ্ত গেজেট, লাল-মুক্তিবার্তা (চূড়ান্ত তালিকা) ও ভারতীয় তালিকার (সামরিক, বিজিবি, পুলিশ, আনসার, কিলো ফ্লাইট) কপি (যদি থাকে) আপলোড করতে হবে;
(ঙ) মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেট (যদি থাকে) আপলোড করতে হবে;
(চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদপত্রের কপি আপলোড করতে হবে;
(ছ) যুদ্ধাহত, মৃত যুদ্ধাহত, শহিদ, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাঁদের ছবি ও এনআইডি (যদি থাকে) আপলোড করতে হবে;
(জ) স্থানীয় ইউ.পি./ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ডিজিটাল ওয়ারিশান সনদ আপলোড করতে হবে;
(ঝ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;
(ঞ) আবেদনকারীর ওয়ারিশগণের গ্রুপ ছবি আপলোড করতে হবে;
(ট) প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদপত্র আপলোড করতে হবে;
(ঠ) ভাতাভোগী/নমিনির মৃত্যু হলে পরবর্তী আবেদনকারী অবশ্যই রেশন কার্ডের এপিট ওপিট আপলোড করতে হবে।